আজিকার রোদ ঘুমায়ে পড়িছে-ঘোলাটে মেঘের আড়ে,
কেয়া বন পথে স্বপন বুনিছে-ছল ছল জলধারে
কাহার ঝিয়ারী কদম্ব শাখে-নিঝ্ঝুম নিরালায়,
ছোট ছোট রেনু খুলিয়া দিয়াছে-অস্ফুট কলিকায়
বাদলের জলে নাহিয়া সে মেয়ে, হেসে কুটি কুটি হয়
সে হাসি তাহার অধর নিঙ্গাড়ি, লুটায়িছে বনময়
কাননের পথে লহর খেলিছে, অবিরাম...