Tuesday, November 26, 2013

আমিই সেই মেয়ে --- শুভ দাশগুপ্ত

আমিই সেই মেয়ে
বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন
যার শাড়ি,...

Monday, November 18, 2013

যাত্রাভঙ্গ --- নির্মলেন্দু গুণ

হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না
এক কে করি দুই

হেমের মাঝে শুই না যবে,
প্রেমের মাঝে শুই
তুই কেমন কর যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া

পল্লী-বর্ষা --- জসীমউদ্দীন

আজিকার রোদ ঘুমায়ে পড়িছে-ঘোলাটে মেঘের আড়ে,
কেয়া বন পথে স্বপন বুনিছে-ছল ছল জলধারে
কাহার ঝিয়ারী কদম্ব শাখে-নিঝ্ঝুম নিরালায়,
ছোট ছোট রেনু খুলিয়া দিয়াছে-অস্ফুট কলিকায়
বাদলের জলে নাহিয়া সে মেয়ে, হেসে কুটি কুটি হয়
সে হাসি তাহার অধর নিঙ্গাড়ি, লুটায়িছে বনময়
কাননের পথে লহর খেলিছে, অবিরাম...

Friday, October 25, 2013

কনিফউশান

ঈদে বা ছুটি ছাটায় যাতায়াত সময় বাচাঁতে আমি ঢাকা থেকে মাওয়া হয়ে ভেঙে ভেঙেই খুলনা যাই এজন্য টিকিট নিয়ে খুব একটা তোড়জোড় থাকেনা উদ্দেশ মানে যদি destination না ধরে plan ধরা হয় তবে আমার এই যাত্রাকে অনেকটাই নিরুদ্দেশ যাত্রা বলা যায় এবারেও এর ব্যতিক্রম হয়নি! ৭ তারিখে অফিস করে তাড়াহুড়া করে পিঠে একটা ব্যাগ ঝুলিয়ে দৌড় দিলাম বাসস্ট্যান্ডের দিকে গুলিস্তান থেকে লাইন দিয়ে টিকিট কেটে লাইন দিয়ে বাসে উঠলাম এখানে ভাগ্য খানিকটা িসুপ্রসন্ন ছিল, টিকিট লাইনের সামনের দিকে থাকা একজন, আমি একা দেখে দয়া পরবশত হয়ে আমার টিকেট...

Sunday, October 6, 2013

শাড়ি---সুবোধ সরকার

বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা
এতো শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি

আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের
হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ
দ্বিতীয় থাকে রাখল সব গোলাপীদের
একটা...

Friday, September 13, 2013

স্মৃতিময় শারদীয় হাওয়া -- সৈয়দ শামসুল হক

সে কী বিস্ময়! কী যে বিস্ময়! কী করে ভুলি!
আকাশের নীল ঘন শাদা মেঘ, কবেকার গ্রামপথে ডুলি!
নাইওরে যাচ্ছে বউ! একদিন চুল তার—
দেখি নাই কারও চুল দীর্ঘ এতটা—
বিস্ময় সে কী! আর চুলে নক্ষত্রের ফোঁটা—
কত লক্ষ! এক লক্ষ! দাবানল লাগা বনের সেই অগ্নিকণা—
ভুলব না! কিশোরের ঘুড়ি...

Friday, September 6, 2013

চিল্কায় সকাল --- বুদ্ধদেব বসু

কী ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়
কেমন করে বলি?
কী নির্মল নীল এই আকাশ, কী অসহ্য সুন্দর,
যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান
দিগন্ত থেকে দিগন্তে

কী ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে;
চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা, কুয়াশায়...

Wednesday, August 28, 2013

সোনালী ডানার শঙ্খচিল---জীবনানন্দ দাশ

মনে পড়ে সেই কলকাতা–সেই তেরোশো তিরিশ–
বস্তির মতো ঘর,
বৌবাজারের মোড়ে দিনমান
ট্রাম করে ঘরঘর
আমাদের কিছু ছিল না তখন
ছিল শুধু যৌবন,
সাগরের মতো বেগুনি আকাশে
সোনালি চিলের মন

Wednesday, August 7, 2013

পাহাড় চূড়ায়- সুনীল গঙ্গোপাধ্যায়

অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ
কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না
যদি তার দেখা পেতাম,
দামের জন্য আটকাতো না
আমার নিজস্ব একটা নদী আছে,
সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে
কে না জানে, পাহাড়ের চেয়ে নদীর দামই বেশী
পাহাড় স্থানু, নদী বহমান

Tuesday, August 6, 2013

কথা ছিলো---আশরাফ সিদ্দিকী বিটু

যতো দূরে আকাশ ছুটে নক্ষত্রের মাঝে
নদীর জল পাখির মতো উড়ে উড়ে
যতো দূর গিয়ে মোহনায় মিশে
হারায়ে যায় বিশালতায়, সাদা সব ফুলের
সুবাসের প্রণয়ে ভোমরা যতো দূর গিয়ে

Friday, July 26, 2013

সাধারণ মেয়ে ---- রবীন্দ্রনাথ ঠাকুর

আমি অন্তঃপুরের মেয়ে,
           চিনবে না আমাকে
তোমার শেষ গল্পের বইটি পড়েছি, শরৎবাবু,
               "বাসি ফুলের মালা'
তোমার নায়িকা এলোকেশীর...

Sunday, July 7, 2013

রূপকথা --- আহসান হাবীব

খেলাঘর পাতা আছে এই এখানে,
স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে
এখানে রাতের ছায়া ঘুমের নগর,
চোখের পাতায় ঘুম ঝরে...

Friday, June 7, 2013

সুধা! --- আশরাফ সিদ্দিকী বিটু

ভস্ম অস্পৃষ্ট
অ-অন্বিষ্ট দৃষ্টি ;
হাহাকার বোধ দ্বন্দ্ব
আহ্লাদ অংকুরে ঝরে!
অচিন পাখি
কোন সুরে গায়-
মেলায় যায় মিলায়ে!
গহীনের বাণী__ফুটে
তবে ফুলে!

Sunday, June 2, 2013

একেই বুঝি মানুষ বলে --- সৈয়দ শামসুল হক

নষ্ট জলে পা ধুয়েছো এখন উপায় কি?
আচ্ছাদিত বুকের বোঁটা চুমোয় কেটেছি
কথার কোলে ইচ্ছেগুলো বাৎসায়নের রতি,
মানে এবং অন্য মানে দুটোই জেনেছি
নষ্ট জলে ধুইয়ে দেবে কখন আমার গা,
তোমার দিকে হাঁটবে...

বৈশাখী রাত্রির আগমনে --- আশরাফ সিদ্দিকী বিটু

বৈশাখের ঝাপটায় জল-ধুলোয় একাকার
পড়ন্ত বিকেলে আলস্যে বৈশাখী হাওয়া
চারিপাশে, ছুয়েঁ যায় বৃষ্টির রাশি
আকাশ গর্জে এলো বৃষ্টি

অন্যকথা --- আশরাফ সিদ্দিকী বিটু

একদিন কথা ছিলো, অনেক অনেক কথা হতো
আজ কেন জানি কোন কথা নেই
একদিন অনেককিছুই আপন ছিলো 
আর এখন দূরযামী, দূরের জানি
একসময় অনেকের কাছের কেউ ছিলো 
শূন্য...

তোমার মাঝে আমারে দেখিনি বলে অন্ধ আজ --- আশরাফ সিদ্দিকী বিটু

রাত্রির প্রেম কোন নিকুঞ্জবনে
জলের আরশিতে খুজেঁ খুজেঁ
স্বপ্ন সকাল সুর্য আলোর ঝলকানি 
নিশ্চহ্ন নতুনে পাখনায়
ভুলে যাই স্বপ্নে আকাঁ সময় 

ভেলা ভেসে যায় --- আশরাফ সিদ্দিকী বিটু

সেই আকুল দৃষ্টি, আনচান ভাব
বুঝি সে গেছে দূরে
সেই উন্মীলিত আবেগ অনভূতি জাগে না 
বসন্তের আলোড়নে
অন্যরূপে অন্যভবে মিশেছো আলিঙ্গনে
আর...

সন্ধ্যায় স্মৃতি --- আশরাফ সিদ্দিকী বিটু

ফিঁকে হয়ে আসা স্মৃতিরা
জেগেছে শোধ নিবে বলে
অনেক দেনা
পাওনার খাতা শূণ্য গোল
অনেক আকুতির পর জেগেছে
জীর্ণ ঝরা মলিন স্মৃতিদের কথা...

আমি এখন তোমার কাছে --- আশরাফ সিদ্দিকী বিটু

অগোচরে করেছ আপন
কেড়ে নিয়েছ আমায়
বসিয়েছ হৃদয় আসনে
সব ভুলে

তোমার নিবার্ক ঠোটঁ,
বিষন্ন দৃষ্টি,

পথিক --- আশরাফ সিদ্দিকী বিটু

একবার এক নক্ষত্রকে বলেছি, তুমি কি সুখী/
সে বললো তোমরা সবাই এমনই প্রশ্ন করো কেন?
বললাম আমি কে ?
সে বললো এই অনন্তের পথের পথিক তুমি, বয়ে যাও
আবার বললাম সুখ কি,
নক্ষত্র বললো বয়ে যাওয়া,...

নীরবানুভূতি --- আশরাফ সিদ্দিকী বিটু

বিশালতার মূর্ত প্রতীক
বিমুগ্ধতায় দূর হতেই বুঝেছি উদারতা,
সবাক নির্বাক কতকিছুর সমারোহ,
পাহাড়, নিবারিত হয় তৃষ্ণা বুক চিড়ে
বয়ে যাওয়া ধারায়
বুকে ঠাঁই দিয়ে

Friday, May 31, 2013

ভালোবাসার দিনে – সৈয়দ শামসুল হক

রাতের অন্ধকার এখন আমার ছবি আঁকার ক্যানভাস
তোমার চোখের আলো আমার রঙ
একদিন তোমাকে যে ছুঁয়েছি সেই আঙুল আমার তুলি এখন
আমি তোমার ঘুমের ছবি আঁকছি
তুমি নিলীন হয়ে শুয়ে আছো এখন আমার ছবির ভেতরে
এই ঘুম থেকে তোমাকে...

আমি থাকবো তোমার অপেক্ষায় – সৈয়দ শামসুল হক

আজ আমি যাব সেখানে,
দিগন্তের শেষ সীমান্তে,
অস্তমিত রবির শেষ আভা
ছোঁয়াবে যেখানে ঠিক সেখানে,
আমি থাকবো তোমার অপেক্ষায়
গোধূলির লাল টিপ কপালে পরে,

পরানের গহীন ভিতর (৪) – সৈয়দ শামসুল হক

আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান,
ক্যান এত তপ্ত কথা কয়, ক্যান পাশ ফিরা শোয়,
ঘরের বিছন নিয়া ক্যান অন্য ধান খ্যাত রোয়?-
অথচ বিয়ার আগে আমি তার আছিলাম ধ্যান
আছিলাম ঘুমের ভিতরে তার য্যান জলপিপি,

Friday, May 17, 2013

হাড়েরও ঘরখানি --- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

মানুষের প্রিয় প্রিয় মানুষের প্রানে
মানুষের হাড়ে রক্তে বানানো ঘর
এই ঘর আজো আগুনে পোড়ে না কেন?

ঘুনপোকা কাটে সে-ঘরের মূল-খুঁটি
আনাচে কানাচে পরগাছা ওঠে বেড়ে,