Sunday, June 2, 2013

অন্যকথা --- আশরাফ সিদ্দিকী বিটু

একদিন কথা ছিলো, অনেক অনেক কথা হতো
আজ কেন জানি কোন কথা নেই। 
একদিন অনেককিছুই আপন ছিলো 
আর এখন দূরযামী, দূরের জানি।
একসময় অনেকের কাছের কেউ ছিলো 
শূন্য ঘর ভরে ছিলো অনেকের আনাগোনায়
একেকদিন সন্ধ্যা কেমন দৌড়ে যেতো রাতে
এখন সব সময় সুদীর্ঘ
কথাহীন শব্দহীন দীর্ঘ বেলা যতো
একদিন তবে জীবন অন্যরকম!!
.......................

১১ চৈত্র, ১৪১৮, ২৫ মার্চ ২০১২

0 comments:

Post a Comment

Thanks for visiting my Blog