Sunday, June 2, 2013

তোমার মাঝে আমারে দেখিনি বলে অন্ধ আজ --- আশরাফ সিদ্দিকী বিটু

রাত্রির প্রেম কোন নিকুঞ্জবনে
জলের আরশিতে খুজেঁ খুজেঁ
স্বপ্ন সকাল সুর্য আলোর ঝলকানি 
নিশ্চহ্ন নতুনে পাখনায়
ভুলে যাই স্বপ্নে আকাঁ সময় 
পড়ন্ত বিকেলের সাথে সন্ধি করেনি
দুপুরের রোদের সোনালি ক্ষণ
গোধূলী রঙে অ-অনুরূপ
রাত্রির প্রেম কোন নিকুঞ্জবনে
জলের আরশিতে খুজেঁ খুজেঁ
স্বপ্ন সকাল সুর্য আলোর ঝলকানি 
নিশ্চহ্ন নতুনে পাখনায়
..........................


২০ মার্চ ২০১২

0 comments:

Post a Comment

Thanks for visiting my Blog