ফিঁকে হয়ে আসা স্মৃতিরা
জেগেছে শোধ নিবে বলে
অনেক দেনা
পাওনার খাতা শূণ্য গোল
অনেক আকুতির পর জেগেছে
জীর্ণ ঝরা মলিন স্মৃতিদের কথা প্রশ্ন
অনেক আকাঙ্খা পর ফিরত চায়
এতোদিনের জমা সব দেনার শোধ নিবে
বলে, আর কতো?
ভাবেনি এইখানেও অনেক পাওনা অদেয়!!
১ চৈত্র,১৪১৮..১৫.৩.২০১২
0 comments:
Post a Comment
Thanks for visiting my Blog