Friday, May 31, 2013

আমি থাকবো তোমার অপেক্ষায় – সৈয়দ শামসুল হক

আজ আমি যাব সেখানে,
দিগন্তের শেষ সীমান্তে,
অস্তমিত রবির শেষ আভা
ছোঁয়াবে যেখানে ঠিক সেখানে,
আমি থাকবো তোমার অপেক্ষায়।
গোধূলির লাল টিপ কপালে পরে,
কুয়াশার সাদা চাঁদর গায়ে জড়িয়ে,
বাতাসের দুরন্তপনার কাজল
দৃষ্টির তেপান্তরে এঁকে,
আমি থাকবো তোমার অপেক্ষায়।
গুচ্ছ পাতার মত  বুনন করে
কথামালা উপহার দেব বলে,
সন্ধ্যা প্রদীপের আলোর মত,
মিষ্টি আলো তোমার মনে ছড়াবো বলে,
আমি থাকবো তোমার অপেক্ষায়।।
যেখানে আছি আমি তোমার অপেক্ষায়,
প্রকৃতির  আদল অঙ্গে মেখে,
তোমার জন্য অতি সাধারণ সাজ-সজ্জায়,
এই গোধূলি বেলায়…
একটু উষ্ণ ভালবাসা দেবার একাগ্রতায়,
ঠিক সেখানটায়,
আসবে কি তুমি ?
এই অবেলায়…!!

0 comments:

Post a Comment

Thanks for visiting my Blog