Tuesday, August 6, 2013

কথা ছিলো---আশরাফ সিদ্দিকী বিটু

যতো দূরে আকাশ ছুটে নক্ষত্রের মাঝে
নদীর জল পাখির মতো উড়ে উড়ে
যতো দূর গিয়ে মোহনায় মিশে
হারায়ে যায় বিশালতায়, সাদা সব ফুলের
সুবাসের প্রণয়ে ভোমরা যতো দূর গিয়ে
নিষেক প্রেমে সিক্ত হয়,
তত দূরে চলে যাবি যদি
কাদেঁ কেন তবে মন?
সীমানার ঐপারে নির্জনায়
বিকেলে একা একা বসে
বিরহের আসন পেতে সুখের উত্তাপ
শীতের মাঝে যদি খুজবেঁই
কেন তবে আড়াল দিলে
বুঝিবে না তয়,
এ কেমন পাতা ঝরা!!
হৃদয়ে ঝরে নিঃসীম সুতীব্রতায়
সকরুণ
হৃদয়প্রতীম আজীবন ব্যথার দান!!!!

0 comments:

Post a Comment

Thanks for visiting my Blog