Sunday, June 2, 2013

ভেলা ভেসে যায় --- আশরাফ সিদ্দিকী বিটু

সেই আকুল দৃষ্টি, আনচান ভাব
বুঝি সে গেছে দূরে
সেই উন্মীলিত আবেগ অনভূতি জাগে না 
বসন্তের আলোড়নে
অন্যরূপে অন্যভবে মিশেছো আলিঙ্গনে
আর হয়তো বলবে না কথা
তথাপি হৃদয় ভাবে

১৮ মার্চ ২০১২

0 comments:

Post a Comment

Thanks for visiting my Blog