একবার এক নক্ষত্রকে বলেছি, তুমি কি সুখী/
সে বললো তোমরা সবাই এমনই প্রশ্ন করো কেন?
বললাম আমি কে ?
সে বললো এই অনন্তের পথের পথিক তুমি, বয়ে যাও।
আবার বললাম সুখ কি,
নক্ষত্র বললো বয়ে যাওয়া, তবুও মন ভরলো না,
সে আরো কি জানি বললো আর আমার কান্না আসলো
৩ জৈষ্ঠ্য ১৪১৯, ১৭ মে.২০১২.দুপুর
সে বললো তোমরা সবাই এমনই প্রশ্ন করো কেন?
বললাম আমি কে ?
সে বললো এই অনন্তের পথের পথিক তুমি, বয়ে যাও।
আবার বললাম সুখ কি,
নক্ষত্র বললো বয়ে যাওয়া, তবুও মন ভরলো না,
সে আরো কি জানি বললো আর আমার কান্না আসলো
৩ জৈষ্ঠ্য ১৪১৯, ১৭ মে.২০১২.দুপুর
0 comments:
Post a Comment
Thanks for visiting my Blog