বিশালতার মূর্ত প্রতীক
বিমুগ্ধতায় দূর হতেই বুঝেছি উদারতা,
সবাক নির্বাক কতকিছুর সমারোহ,
পাহাড়, নিবারিত হয় তৃষ্ণা বুক চিড়ে
বয়ে যাওয়া ধারায়
বুকে ঠাঁই দিয়ে
আপন করেছে কতজনারে
গভীরে গিয়েছি
বিস্ময়ে দেখেছি কষ্ট ব্যথা
বইছো নীরবে,
এই ভেবে ভুলেছি কষ্ট
তবে সইতে পারি না.....
বিমুগ্ধতায় দূর হতেই বুঝেছি উদারতা,
সবাক নির্বাক কতকিছুর সমারোহ,
পাহাড়, নিবারিত হয় তৃষ্ণা বুক চিড়ে
বয়ে যাওয়া ধারায়
বুকে ঠাঁই দিয়ে
আপন করেছে কতজনারে
গভীরে গিয়েছি
বিস্ময়ে দেখেছি কষ্ট ব্যথা
বইছো নীরবে,
এই ভেবে ভুলেছি কষ্ট
তবে সইতে পারি না.....
0 comments:
Post a Comment
Thanks for visiting my Blog