Sunday, June 2, 2013

বৈশাখী রাত্রির আগমনে --- আশরাফ সিদ্দিকী বিটু

বৈশাখের ঝাপটায় জল-ধুলোয় একাকার
পড়ন্ত বিকেলে আলস্যে বৈশাখী হাওয়া
চারিপাশে, ছুয়েঁ যায় বৃষ্টির রাশি
আকাশ গর্জে এলো বৃষ্টি
পড়ন্ত বিকেলে ঝরছে আবেগ, ভালোলাগা
বৃষ্টির ভাজেঁ ভাজেঁ ঝরছে প্রেম
ভিজেঁ একাকার তুমি,আমি আর প্রেম
বৈশাখী এই রাত্রির আগমনে। 
.......................

২ বৈশাখ ১৪১৯, ১৫ এপ্রিল ২০১২

0 comments:

Post a Comment

Thanks for visiting my Blog