Sunday, June 2, 2013

আমি এখন তোমার কাছে --- আশরাফ সিদ্দিকী বিটু

অগোচরে করেছ আপন
কেড়ে নিয়েছ আমায়
বসিয়েছ হৃদয় আসনে
সব ভুলে

তোমার নিবার্ক ঠোটঁ,
বিষন্ন দৃষ্টি,
অবাক চাহনি,
নির্ঘুম রাত,
এলো চুল,
ক্ষীণ ঝিমুনি,
ভাবনা, প্রকাশ
আকাঁবুকি
লোককছাপা
দ্বিধা-দ্বন্ধ,
বোধ,
সব বলে দেয়
আমি তোমার

জানে আকাশ বুঝে হাওয়া
বুঝে অগ্রহায়ণের ফসলের ক্ষেত,
নির্মল ফুল,

পার না ফেরাতে হৃদয়ের টান
ছুটে অবিরত
পার না যেতে দূরে
তোমার মাঝে আরেক তুমি
শুধু আমারেই ভাব
তুমি তা পার না এড়াতে
শত চেষ্টাতেও
আমার ভাবনাই করে বিচরণ

অজান্তেই
আমারে করেছ আপন


১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩১

(অসম্পাদিত)

0 comments:

Post a Comment

Thanks for visiting my Blog