ভস্ম অস্পৃষ্ট
অ-অন্বিষ্ট দৃষ্টি ;
হাহাকার বোধ দ্বন্দ্ব
আহ্লাদ অংকুরে ঝরে!
অচিন পাখি
কোন সুরে গায়-
মেলায় যায় মিলায়ে!
গহীনের বাণী__ফুটে
তবে ফুলে!
অ-অন্বিষ্ট দৃষ্টি ;
হাহাকার বোধ দ্বন্দ্ব
আহ্লাদ অংকুরে ঝরে!
অচিন পাখি
কোন সুরে গায়-
মেলায় যায় মিলায়ে!
গহীনের বাণী__ফুটে
তবে ফুলে!