Friday, June 7, 2013

সুধা! --- আশরাফ সিদ্দিকী বিটু

ভস্ম অস্পৃষ্ট
অ-অন্বিষ্ট দৃষ্টি ;
হাহাকার বোধ দ্বন্দ্ব
আহ্লাদ অংকুরে ঝরে!
অচিন পাখি
কোন সুরে গায়-
মেলায় যায় মিলায়ে!
গহীনের বাণী__ফুটে
তবে ফুলে!

Sunday, June 2, 2013

একেই বুঝি মানুষ বলে --- সৈয়দ শামসুল হক

নষ্ট জলে পা ধুয়েছো এখন উপায় কি?
আচ্ছাদিত বুকের বোঁটা চুমোয় কেটেছি
কথার কোলে ইচ্ছেগুলো বাৎসায়নের রতি,
মানে এবং অন্য মানে দুটোই জেনেছি
নষ্ট জলে ধুইয়ে দেবে কখন আমার গা,
তোমার দিকে হাঁটবে...

বৈশাখী রাত্রির আগমনে --- আশরাফ সিদ্দিকী বিটু

বৈশাখের ঝাপটায় জল-ধুলোয় একাকার
পড়ন্ত বিকেলে আলস্যে বৈশাখী হাওয়া
চারিপাশে, ছুয়েঁ যায় বৃষ্টির রাশি
আকাশ গর্জে এলো বৃষ্টি

অন্যকথা --- আশরাফ সিদ্দিকী বিটু

একদিন কথা ছিলো, অনেক অনেক কথা হতো
আজ কেন জানি কোন কথা নেই
একদিন অনেককিছুই আপন ছিলো 
আর এখন দূরযামী, দূরের জানি
একসময় অনেকের কাছের কেউ ছিলো 
শূন্য...

তোমার মাঝে আমারে দেখিনি বলে অন্ধ আজ --- আশরাফ সিদ্দিকী বিটু

রাত্রির প্রেম কোন নিকুঞ্জবনে
জলের আরশিতে খুজেঁ খুজেঁ
স্বপ্ন সকাল সুর্য আলোর ঝলকানি 
নিশ্চহ্ন নতুনে পাখনায়
ভুলে যাই স্বপ্নে আকাঁ সময় 

ভেলা ভেসে যায় --- আশরাফ সিদ্দিকী বিটু

সেই আকুল দৃষ্টি, আনচান ভাব
বুঝি সে গেছে দূরে
সেই উন্মীলিত আবেগ অনভূতি জাগে না 
বসন্তের আলোড়নে
অন্যরূপে অন্যভবে মিশেছো আলিঙ্গনে
আর...

সন্ধ্যায় স্মৃতি --- আশরাফ সিদ্দিকী বিটু

ফিঁকে হয়ে আসা স্মৃতিরা
জেগেছে শোধ নিবে বলে
অনেক দেনা
পাওনার খাতা শূণ্য গোল
অনেক আকুতির পর জেগেছে
জীর্ণ ঝরা মলিন স্মৃতিদের কথা...

আমি এখন তোমার কাছে --- আশরাফ সিদ্দিকী বিটু

অগোচরে করেছ আপন
কেড়ে নিয়েছ আমায়
বসিয়েছ হৃদয় আসনে
সব ভুলে

তোমার নিবার্ক ঠোটঁ,
বিষন্ন দৃষ্টি,

পথিক --- আশরাফ সিদ্দিকী বিটু

একবার এক নক্ষত্রকে বলেছি, তুমি কি সুখী/
সে বললো তোমরা সবাই এমনই প্রশ্ন করো কেন?
বললাম আমি কে ?
সে বললো এই অনন্তের পথের পথিক তুমি, বয়ে যাও
আবার বললাম সুখ কি,
নক্ষত্র বললো বয়ে যাওয়া,...

নীরবানুভূতি --- আশরাফ সিদ্দিকী বিটু

বিশালতার মূর্ত প্রতীক
বিমুগ্ধতায় দূর হতেই বুঝেছি উদারতা,
সবাক নির্বাক কতকিছুর সমারোহ,
পাহাড়, নিবারিত হয় তৃষ্ণা বুক চিড়ে
বয়ে যাওয়া ধারায়
বুকে ঠাঁই দিয়ে