Friday, April 19, 2013

যদি ভালবাসা পাই -- রফিক আজাদ

যদি ভালবাসা পাই
আবার শুধরে নিব জীবনের ভুল গুলি

যদি ভালবাসা পাই
ব্যাপক দীর্ঘ পথে তুলে নিব ঝুলা ঝুলি

যদি ভালবাসা পাই
শীতের রাতের শেষে মকমল দিন পাব

যদি ভালবাসা পাই
পাহার ডিঙ্গাব আর সমুদ্র সাঁতরাব

যদি ভালবাসা পাই
আমার আকাশ হবে ধ্রুত শরতের নীল

যদি ভালবাসা পাই
জীবনে আমিও পাব মধ্য অন্তমিল

1 comment:

  1. লেখা টার জন্য আপনাকে ধন্যবাদ। এ সাইট টাও দেখতে এবং লিখতে পারেন বাংলা ভালবাসা পোর্টাল, বাংলা ব্লগ আর লেখার সংগ্রহ

    ReplyDelete

Thanks for visiting my Blog