Friday, February 8, 2013

প্রজন্ম চত্তর থেকে অংকুরিত আমার যে স্বপ্ন...

আনা ফ্রাঙ্কের ডায়রী সম্পর্কে যেদিন জেনেছিলাম প্রথম যেকথাটা মনে হয়েছিল তাহলো, "৭১'এ জন্ম নিলে এমন একটা ডায়রী হয়তো আমারো থাকতো........" যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায় নিয়ে দেশে যে অস্থার সৃষ্টি হয়েছে তা কোন অংশেই যুদ্ধের চেয়ে কম নয়। ৫ তারিখ থেকে শুরু হওয়া এই আন্দোলনের শুরু থেকে থাকতে পারিনি বলে কিছুটা আফসোস্ ছিল। একদিন পর অর্থাৎ ৬ ফেব্রুয়ারি এই আন্দোলনে যোগ দিয়ে একটা কথাই মনে হলো, বাংলাদেশ আজ সত্যি জেগেছে। শুধু রাজনৈতিক সচেতনতা নয় এই দেশের যুব সমাজ সত্যি আজ জেগেছে.... কয়েকদিন আগেও যারা এই দেশের বিরুদ্ধে নেতিবাচক কথা বার্তা বলতো, বাংলাদেশের খবর মানেই যাদের কাছে ছিল খারাপ খবর, তাদের আজ জানিয়ে দিতে চাই এই দেশের বেশীর ভাগ মানুষ এখনো নষ্ট হয়ে যায়নি তাই যারা "এই দেশটা নষ্টদের দখলে চলে যাচ্ছে" বলে চিৎকার করে মুখে ফেনা তোলে তাদের বলতে চাই, এত সহজ নয় সবকিছু। বাঙালী সময় হলে ঠিকই জেগে উঠতে পারে।

গতকাল ৬ ফেব্রুয়ারী যখন আমি শাহবাগ যাই, তখন ঘড়ি সন্ধ্যা ৭ টার ঘর ছুই ছুই... শাহবাগে পা রেখে মনে হল একোথায় এসেছি আমি? রাতের ক্যাম্পাস আমার কাছে নতুন নয়, আড্ডা দিতে ভালোবাসি তাই রাতের ক্যাম্পাস আমার কাছে বেশ পরিচিত। ২০০৩ থেকেই ক্যাম্পাস আমার চেনা জানা। বৈশাখ, বসন্ত আর ফেব্রুয়ারি কিছুই আমার অচেনা নয়। কিন্তু গতকাল রাতে শাহবাগে দাড়িয়ে যে ছবি আমি দেখলাম তা আমার বিগত দিনে দেখা কোন একটি রাতের সঙ্গেও মেলেনা। এর আগে হয়তো কিছুটা ধারনা করতাম কিন্তু গতকাল অনুভব করলাম ৭১'এ কেন বাঙালি জেগেছিল কি মন্ত্রনা ছিল ৭ ই মার্চের সেই ভাষনে.....

অনেক সময় ঘুরলাম.... সিনিয়র, জুনিয়র, বন্ধু, সহকর্মী সবার সঙ্গে আবার অনেকটা সময় একদম একা.... ঘুরে ঘুরে দেখছি আর অবাক হচ্ছি এটাই তো আমার দেশ... আমার প্রিয় বাংলারতো এমনটাই হবার কথা ছিল। রাত ৮ টা ৯ টার সময় একা একটা মেয়ে ঘুরে ফিরবে অথচ কোথাও কোন টিজিং নাই, মনে কোন অস্বস্তি নাই........... শাহবাগকে মনে হচ্ছিল আমার ঘরের একটি কোন যে কোনে দাড়ালে আমার মন ভালো হয়ে যায়..... এই ছেলেরা, এই পুরুষেরা যদি হয় আমার দেশের পুরুষ তাহলে আমি বলতেই পারি আমার দেশের পুরুষ অনেক ভালো তাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। এখানে প্রশ্ন জাগতেই পারে তাহলে তারা কারা? যারা নারী নির্যাতন করে, যারা ইভ টিজিং করে, যারা ধর্ষন করে অথবা যারা দূর্নীতি করে??? আমি বলবো তাদের একটা মাত্র পরিচয় আছে তারা অপরাধী। একজন অপরাধীর আর কোন পরিচয় থাকতে পারেনা। আজ যেভাবে মানুষ জেগেছে; আমার দেশের মানুষ জেগেছে, আমি বিশ্বাস করি, আমি স্বপ্ন দেখি এই সব অপরাধী একদিন খুব শিগগিরই একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। বিশ্ব চিনবে এক অসাধারন দেশকে। সেই দিন এই বাংলা হবে সত্যিকারে সোনার বাংলা। সেদিন পৃথিবীর অন্য কোন কোন প্রান্তে এক মা তার সন্তানকে গল্প শোনাবে এক রূপকথার দেশের গল্প, যেখানে একের সুখে সবাই আনন্দে ভাসে... যেখানে একের দুঃখে সবাই কাদেঁ.... যেখানে সবাই লালন করে ভালোবাসার যৌথ খামার........।

0 comments:

Post a Comment

Thanks for visiting my Blog