Friday, September 13, 2013

স্মৃতিময় শারদীয় হাওয়া -- সৈয়দ শামসুল হক

সে কী বিস্ময়! কী যে বিস্ময়! কী করে ভুলি!
আকাশের নীল ঘন শাদা মেঘ, কবেকার গ্রামপথে ডুলি!
নাইওরে যাচ্ছে বউ! একদিন চুল তার—
দেখি নাই কারও চুল দীর্ঘ এতটা—
বিস্ময় সে কী! আর চুলে নক্ষত্রের ফোঁটা—
কত লক্ষ! এক লক্ষ! দাবানল লাগা বনের সেই অগ্নিকণা—
ভুলব না! কিশোরের ঘুড়ি...

Friday, September 6, 2013

চিল্কায় সকাল --- বুদ্ধদেব বসু

কী ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়
কেমন করে বলি?
কী নির্মল নীল এই আকাশ, কী অসহ্য সুন্দর,
যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান
দিগন্ত থেকে দিগন্তে

কী ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে;
চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা, কুয়াশায়...