সে কী বিস্ময়! কী যে বিস্ময়! কী করে ভুলি!
আকাশের নীল ঘন শাদা মেঘ, কবেকার গ্রামপথে ডুলি!
নাইওরে যাচ্ছে বউ! একদিন চুল তার—
দেখি নাই কারও চুল দীর্ঘ এতটা—
বিস্ময় সে কী! আর চুলে নক্ষত্রের ফোঁটা—
কত লক্ষ! এক লক্ষ! দাবানল লাগা বনের সেই অগ্নিকণা—
ভুলব না! কিশোরের ঘুড়ি...
আকাশের নীল ঘন শাদা মেঘ, কবেকার গ্রামপথে ডুলি!
নাইওরে যাচ্ছে বউ! একদিন চুল তার—
দেখি নাই কারও চুল দীর্ঘ এতটা—
বিস্ময় সে কী! আর চুলে নক্ষত্রের ফোঁটা—
কত লক্ষ! এক লক্ষ! দাবানল লাগা বনের সেই অগ্নিকণা—
ভুলব না! কিশোরের ঘুড়ি...